জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ শাখার সভাপতি ইয়াবাসহ গ্রেফতার

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ শাখার সভাপতি জিয়াবুল হক ওরফে জিয়াকে (৪২) ৩ হাজার ইয়াবা বড়িসহ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (০৬ জানুয়ারী) সকালে ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, ‘প্রেস জ্যাকেট’ পরিহিত জিয়াবুল হক ওরফে জিয়া এই জ্যাকেট ব্যবহার করে বিশেষ কৌশলে ইয়াবা পাচার করছিলেন। সাংবাদিকতার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিলেন।

স্থানীয়রা জানান, তিনি সাংবাদিকতাকে কেবল অপরাধের ঢাল নয়, বরং অপরাধের হাতিয়ার হিসেবেও ব্যবহার করে আসছিলেন। এছাড়া তিনি বিগত পতিত সরকারের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

এদিকে, ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পর এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিয়াউল হক জিয়াকে জাতীয় সাংবাদিক সংস্থার সকল পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা কমিটির সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. ওসমান গণি (ইলি) স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশটি ৭ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে এবং এখন থেকে তিনি জাতীয় সাংবাদিক সংস্থার নাম, পদবি বা পরিচয় ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে। মূলত সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সাংবাদিকতার মতো পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

0Shares