
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন।
রবিবার (০৪ জানুয়ারি) বিকালে সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত শেষে এক ওঠান বৈঠকে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া বিএনপিতে যোগদান করেন। তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সদ্য বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়া বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তিনি বিএনপিতে যোগদান করেছেন। আগামীতে আমি বিএনপির একজন কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যেতে চান।
বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ।
এদিকে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মিয়াকে দলে নেওয়ার ব্যাপারে বিএনপির একাংশের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নেতা-কর্মীরা বলেন, আওয়ামী লীগ জিয়া পরিবারকে তছনছ করে দিয়েছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে বছরের পর বছর আন্দোলন-সংগ্রাম করেছি, সে ফ্যাসিবাদের দোসর আজ বিএনপিতে। এটা শুধু দুঃখজনক নয় লজ্জাজনকও বটে।




