
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) সকাল ১১ টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে গত শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসনের সকল প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। সে সময় শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে মো. মাজেদুর রহমানসহ মোট ৫জন প্রার্থীর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, গাইবান্ধায় এই সিদ্ধান্তের বিপরীতে দেশের অন্যান্য কয়েকটি জেলায় একই পেশায় নিয়োজিত থাকা সত্ত্বেও কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ রাখা হয়েছে। এই বৈসাদৃশ্য ও সম্ভাব্য আইনি জটিলতা সামনে আসার পর বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে নির্বাচনী আইন ও বৈধতা সম্পর্কিত সকল কাগজপত্র ও তথ্য পুনরায় পর্যালোচনা করার পর রবিবার (০৪ জানুয়ারি) সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা চূড়ান্তভাবে মো. মাজেদুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
মনোনয়নের বৈধতা ফিরে পেয়ে মো. মাজেদুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফে বিশ্বাসী। সৎ ও সত্যের পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় এবং আজকের এই সিদ্ধান্ত তারই প্রমাণ। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে সত্য প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।
নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা, মনোনয়ন যাচাই-বাছাইয়ের এই ঘটনা সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সামঞ্জস্য নিয়ে জনমনে পরিষ্কার ধারণা দিতে পারে।




