
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বনের ভিতরে ছাড়পত্র বিহীন করাতকল স্থাপনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দকৃত মালামাল বন বিভাগের জিম্মায় দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে জাঙ্গালিয়ায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ’মি) জাহিদুর রহমান ও ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসাইন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুর রহমান ও টাঙ্গাইল বনবিভাগের ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা সাব্বির হোসাইন জানান, বন আইনে বনের ভিতরে কমপক্ষে ১০কিঃ মিটারের ভিতরে করাত করাতকল স্থাপন নিষিদ্ধ। উপজেলার রসুলপুর ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে মোঃ সোলায়মানের ছেলে মনিরুজ্জামান (৩৮) এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ বনের ভিতরে করাতকল চালাচ্ছেন। বিষয়টি বন বিভাগ কর্মকর্তা জানার পরে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহিদুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় ১০হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মালামাল বন বিভাগের জিম্মায় দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।




