
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। প্রার্থীর পক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় আনোয়ারা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রির্টানিং কর্মকর্তা তাহমিনা আক্তার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে মনোনয়ন সংগহ করেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রাটারী আবুল হাসান খোকা। এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রাটারী মোঃ নাছির উদ্দিন শাহ্, বারখাইন ইউনিয়ন সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়ন সভাপতি এস.এম. শাহেদ, হাইলধর ইউনিয়ন সভাপতি নজরুল করিম, বারশত ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক ও আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল রিয়াদ মাহমুদ।
এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, আপনারা সবাই নির্বাচনী আচরণবিধি বিষয়টি লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে আচরণবিধি ভঙ্গের কোন অভিযোগ আসে নি। এটি সব রাজনৈতিক দলের জন্য প্রশংসনীয় কাজ। আশাকরি নির্বাচন পর্যন্ত এই সৌহার্দপূর্ণ আচরণ বজায় থাকবে।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আজকে উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আধুনিক আনোয়ারা-কর্ণফূলী গঠনে আমার নির্বাচনী এলাকার সকল শ্রেনী-পেশার ভোটারদের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতা পেলে কাংখিত উন্নয়নে সফলতা আসবেই, ইনশাল্লাহ




