
জুলাই ২০২৪-এর ছাত্র–জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৩ ডিসেম্বর) এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রামের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মো. ওমর ফারুক।
আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট হাটহাজারী মডেল থানাধীন হাটহাজারী বাসস্ট্যান্ড গোলচত্বরে ছাত্র–জনতার ওপর হামলা ওগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় হাটহাজারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নম্বর–১, তারিখ: ২ অক্টোবর ২০২৪)। মামলার এক নম্বর আসামি আনিসুল ইসলাম মাহমুদ। তিনি চট্টগ্রাম-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং স্বৈরাচারী সরকারের একজন সক্রিয় সহযোগী হিসেবে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিলেন। মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও আনিসুল ইসলাম মাহমুদকে এখনো গ্রেফতার করা হয়নি। তিনি ও তার অনুসারীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে নিহতের পরিবারসহ সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
আবেদনে বলা হয়, জুলাইয়ের ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে ডবলমুরিং থানার মামলা নম্বর ১৫ (০৯) ২০২৪, হাটহাজারী থানার মামলা নম্বর ২ (১১) ২০২৪ এবং কোতোয়ালী থানার মামলা নম্বর ১২ (১১) ২০২৪-সহ একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে- হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনিসুল ইসলাম মাহমুদ সম্প্রতি হাটহাজারী এলাকায় প্রকাশ্যে চলাফেরা করেছেন। এতে জনমনে ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে।
আবেদনকারীর মতে, একটি স্বাধীন ও বৈষম্যহীন রাষ্ট্রে এভাবে প্রকাশ্যে একজন হত্যা মামলার আসামির ঘুরে বেড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আবেদনকারী দ্রুততম সময়ে আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আবেদনের অনুলিপি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছেও পাঠানো হয়েছে।




