উল্লাপাড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক আওয়ামীলীগ নেতা সহ ৫জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- উল্লাপাড়া বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের আওয়ামীলীগের বাবলু রায় মেম্বার (৫০), একই ইউনিয়নের ইসলামপুর ভূতগাছা গ্রামের মৃত মকবেল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪০), এবং নারী নির্যাতন মামলার আসামী সহ অন্যান্য মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোঃ নূরে আলম বলেন, আসামীদের অবস্থান জানতে পেরে উল্লাপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মঙ্গলবার আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান নিয়মিত চলবে।

0Shares