ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবদুর রউফ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা পুলিশের থার্ড আই। পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে অপরাধ দমন আরও শক্তিশালী হবে। ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা আমার ফার্স্ট প্রায়োরিটি। আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় গত নভেম্বরে পৃথক ঘটনায় গুলিতে তিনজন নিহত হন। এ ছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি গত তিন মাসে ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ বেড়েছে। জেলায় শিগগিরই অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, মাদক, অস্ত্র, সন্ত্রাস, আধিপত্য বিস্তার, বালুমহালসহ সব ধরনের অপরাধ রিকভার করতে স্পেশাল ড্রাইভ চলবে। অস্ত্র ও মাদকের বিষয়টি আমার নজরে এসেছে। ফোকাসটা আমাদের এখন নির্বাচনকেন্দ্রিক। ড্রাগস অ্যান্ড আর্মস একটার সঙ্গে আরেকটা রিলেটেড। ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধীরা কোনো ছাড় পাবে না।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। সঞ্চালনা করেন প্রেসক্লাবে দফতর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, পুলিশ মিডিয়া উইংয়ের দায়িত্বরত কর্মকর্তা (পরিদর্শন) উত্তম কুমার শর্মা।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার হাতে প্রেসক্লাবের স্মারকগ্রন্থ তুলে দেন।

0Shares