ঘাটাইলে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে হায়দার আলী (৪৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গাঞ্জনা বটতলা নামক স্থানে বংশাই নদীতে এ ঘটনা ঘটে।

নিহত হায়দার আলী উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের  মৃত আব্দুল গনি ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মৃগী রোগে ভুগছিল।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টার সময় জাল ও দড়ি নিয়ে বংশাই নদীতে মাছ ধরতে যান হায়দার আলী। এরপর আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে রবিবার সকাল ৭ টার সময় গঞ্জনা বটতলা নামক স্থানে বংশাই নদীতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

0Shares