
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে সারা দেশের ন্যায় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৩০টি স্টলে প্রানীজ তৈরী বিভিন্ন খাবার, প্রাণীদের মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় আয়োজিত ভেটেরিনারি সার্জন (ভিএস) জাফরুল হাসান রিপনের সঞ্চালনায়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যো উপস্থিত ছিলেন প্রানী অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ আক্তারুজ্জামান উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।




