চকরিয়ায় ভাতিজার ঘুষিতে চাচা নিহত

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ঘুষিতে মোহাম্মদ কালু শাহ্ (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত ভাতিজা আলী আহমদের (৬৮) বাড়ি ঘেরাও করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।

নিহত মোহাম্মদ কালু শাহ্ ওমরাবাদ গ্রামের মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত আলী আহমদ একই গ্রামের সুরত আফজালের ছেলে।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা মোহাম্মদ কালুর সঙ্গে তার ভাতিজা আলী আহমদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত আলী আহমদ বৃদ্ধ মোহাম্মদ কালুকে বুকে ঘুষি মারেন। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে ধরে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে অভিযুক্ত আলী আহমদের বাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

0Shares