কর্মকর্তাকে মারধর : কৃষকদলের সদস্য সচিবসহ আসামী ৩

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির অভিযোগে উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম (৩৩) ও স্বেচ্ছাসেবক দলের দুই সদস্য হাফিজুর রহমান (২৮) ও নাজমুল হুদা’র (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ওই কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে।

‘মারধরের’ শিকার কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপজেলা কৃষি অফিসের আওতাধীন রমনা ইউনিয়নের দায়িত্বে রয়েছেন।

এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের পর সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ চলাকালে কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাকের কাছে কৃষি উপকরণ দাবি করেন। তিনি অস্বীকৃতি জানালে সাদ্দাম ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযুক্তরা সরকারি কাজে বাধা প্রদান করেন এবং উপকরণ না দিলে চাঁদা দাবি করেন। তিনি ফের অস্বীকৃতি জানালে সাদ্দাম ও অপর দুই আসামি তাকে মারধর শুরু করেন।

উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। সহকর্মীরা ভুক্তভোগী কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ওই কৃষি কর্মকর্তা বাদী হয়ে চিলমারী থানায় মামলা দায়ের করেন। শুক্রবার মামলাটি নথিভুক্ত করা হয়।

ভুক্তভোগী উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, কৃষকদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত উপকরণ নিয়মের বাইরে দেওয়ার সুযোগ নেই। আমি দিতে না চাওয়ায় সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। আমাকে মারপিট করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত কৃষকদলের সদস্য সচিব আবু হানিফা সাদ্দামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

জেলা কৃষকদলের সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চিলমারী উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায় বলেন, আব্দুর রাজ্জাককে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। আমরা চাই আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হোক।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

0Shares