ঘাটাইলে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ৪০ জন নারী কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় দেউলাবাড়ী ব্র্যাক কার্যালয়ে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হয়।

এসময় কৃষকদের মাঝে সরিষা, মুলা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, সিম, লাউ ও টমেটোসহ মৌসুম উপযোগী বিভিন্ন সবজি বীজ প্রধান করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, পারিবারিক পুষ্টি উন্নয়ন ও স্থানীয় কৃষি অর্থনীতির শক্তিশালীকরণ লক্ষ্য করা হয়েছে। উন্নতমানের বীজ ব্যবহারে উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ রেজাউল করিম, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) ডলি আক্তার, শাখা হিসাব কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

0Shares