
সিরাজগঞ্জের উল্লাপাড়া শ্রীকোলা চালা গ্রামের মাঝামাঝি অবস্থিত চৌকিদোহ ব্রীজের নিচে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন উল্লাপাড়া মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বুধবার (১২ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে দশ ঘটিকার সময় এ লাশ দেখতে পায় তারা।
নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের রায়পুর গ্রামের মোঃ আয়নুল সেখের ছেলে ভ্যান (মিশুক) চালক মোঃ আমিনুল শেখ (৩৬)। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি মোঃ এনামুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভান চালক আমিনুল শেখকে হত্যা করে ব্রীজের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিবার আসলে মামলা দায়ের করা হবে।
এদিকে, একই দিনে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা রায়গঞ্জ ফুলঝোর নদী থেকে হাত পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে গরু ব্যবসায়ী মোঃ আব্দুল লতিফ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরে অনেক খোঁজা খুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সলঙ্গা থানার তদন্ত ওসি মনোজিত কুমার নন্দী বলেন, বুধবার (১২ নভেম্বর) ভোরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




