লামায় বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি

বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ) দুপুরে পৌর বাস টার্মিনাল থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব ও সাবেক মেয়র জাবেদ রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আহ্বায়ক কমিটির সদস্য আবিদুর রহমান, চনুমং, লিটল বিশ্বাস, জেলা জাসাস সভাপতি অ্যাডভোকেট আলমগীর, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গির আলম, সদস্য মো. সাইফুদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী কোম্পানি।

এছাড়াও জেলা উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় স্বতঃস্ফুর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠান ও সমাবেশে ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

0Shares