বান্দরবানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বান্দরবান পার্বত্য জেলার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস.এন তরুন দে স্বাক্ষরিত একপত্রে জগদীশ বড়ুয়াকে আহ্বায়ক, পলাশ চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মিথুন কান্তি দাশকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক রুবেল মহাজন, প্রসেনজিৎ বড়ুয়া, মংসিংনু মারমা, সন্তোষ কান্তি দাশ, উষান কান্তি তঞ্চঙ্গ্যা, রূপন কান্তি দাশ, লালভার বম, সঞ্জীব দাশ সুমন, অপূর্ব দাশ, সদস্য উচিং মার্মা অনু, রাজিব কর, অংহ্লা চিং হেডম্যান, আগষ্টিন ত্রিপুরা, খ্যয় থোয়াই মারমা, চিং শৈ প্রু মারমা, উমাচো মারমা, চিংহলামং খেয়াং, পাইনু মং মার্মা।

0Shares