
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসবমুখর নির্বাচন আদায়ে গোটাজাতি আজ বদ্ধপরিকর। তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। যেন তেন উপায়ে কারো চাপিয়ে দেয়া নির্বাচন জনগণ মেনে নিবেনা। জাতির আকাংখা অনুযায়ী জুলাই সনদকে আইনী ভিত্তি দিয়ে সেই অনুযায়ী পি.আর পদ্ধতিতে অবিলম্বে জাতীয় নির্বাচন এর ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছি।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকালে পটিয়াস্থ একটি মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য জননেতা অধ্যাপক জাফর সাদেক।
প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সব আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের বিজয়ী করতে জনগণকে সাথে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। জামায়াতে ইসলামী সবচেয়ে যোগ্য এবং দক্ষ প্রার্থী মনোনয়ন দিয়েছে। তাদের নেতৃত্বে সরকার গঠন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আশা আকাংখা পূর্ণ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাফর সাদেক বলেন, জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে হবে। কারো সাথে সংঘাতে না জড়িয়ে ভোটারদের কাছে গিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি ইউনিটে নিয়মিত গণসংযোগ অব্যাহত রাখতে হবে। ভোটারদের কাংখিত পরিবেশ তৈরী করতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। উৎসবমুখর নির্বাচন হলে জেলার প্রতিটি আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সম্মেলনে জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমদুল হাসান, মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, আ.ক.ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী সহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।