
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড ছোটরায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর)) রাতে ২নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক কাউন্সিলর মো. বিল্লালের নেতৃত্বে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বাড়ি আবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সদস্য সচিব শহিদুল ইসলাম পান্না, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাহিদা আক্তার মুন্নী, মহিলা দলের সভাপতি মোস্তারী বেগম ঝর্ণা, সহ-সভাপতি ইশরাত জাহান, সাধারণ সম্পাদক রুজিনা আক্তারসহ স্থানীয় বিএনপি, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বিএনপির সংগ্রামী ইতিহাস, আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনে দলটির ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি তারা আগামীদিনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।