চাটখিলে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাটখিল উপজেলার হালিমা দিঘির পাড় বাজারস্থ মাঠে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবেক বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেনের সভাপতিত্ত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি, সুপ্রিম কোর্টের আইনজীবী, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সালাউদ্দিন কামরান।

সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির আহ্বায়ক প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান টুলু, সৌদি আরব বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা সামছুজ্জোহা,  চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী মাসুদ, শ্রমিকদল নেতা কামরুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন কামরান বলেন, ড. ইউনুস ভালো লোক, কিন্তু উনি কি বলতে চান কি করতে চান তা বুঝি না। নির্বাচনের দিকে তাকিয়ে দেশের মানুষ। আশা করি দ্রুতই  উনি মানুষের মনের আকাঙ্ক্ষা পুরন করবেন।

তিনি আরো বলেন, ১৮ কোটি মানুষ আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। তার নেতৃত্ব সুন্দর বাংলাদেশ গড়বে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে  ধানের শীষ প্রতীকে কাজ করতে হবে।

পরিশেষে তিনি বলেন, আমি আগে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সার্বিক সহযোগীতায়  যেভাবে চাটখিলকে গড়ে দিয়ে গিয়েছি আল্লাহ যদি আমাকে আবারো সুযোগ দেয় এবং দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি চাটখিল-সোনাইমুড়ীকে আপনাদের সাথে  নিয়ে সিঙ্গাপুর না করতে পারলেও একটা আধুনিক শহর উপহার দিব।

0Shares