পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: মাহমুদুল হাসান চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, পাহাড়-বন ধ্বংস করে আমরা পরিবেশ নষ্ট করছি। পরিবেশ রক্ষায় আমাদের উল্লেখ যোগ্য কোন কাজ নাই। আনোয়ারা-কর্ণফুলী একটা শিল্পায়ন এলাকা তবে বন বিভাগের আন্তরিকতা নাই। আমাদের সচেতন হওয়া জরুর। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নাই। বর্ষা শেষ হওয়ার আগে আমাদের আরো বেশি গাছের চারা রোপন করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামী রায়পুর ইউনিয়ন শাখা বৃক্ষরোপণের আয়োজন করে। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গহিরা মুহাম্মাদিয়া দাখিল মাদ্রাসাকে ১০টি সিলিং ফ্যান প্রদান করা হয়।

রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হারুন ইবনে গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নুরুল আফসার চৌধুরী, আ‌নোয়ারা উপ‌জেলা জামায়াতের সে‌ক্রেটা‌রি আবুল হাসান খোকা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আবুল আজাদ, রায়পুর ইউ‌নিয়ন সে‌ক্রেটা‌রি হা‌ফেজ সানাউল্লাহ, সাংগঠ‌নিক সে‌ক্রেটা‌রি মাওলানা মঈনউদ্দীন, বায়তুলমাল সে‌ক্রোটারি মোঃতাওহীদুল ইসলাম, যুব ‌বিভা‌গের সভাপ‌তি আলমগীর সিরাজ, যুব দা‌য়িত্বশীল ইমরান না‌জির,শ্রমিক কলল্যাণের ফেডা‌রেশন সভাপ‌তি নুরুল হুদাসহ  স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

0Shares