
জয়পুরহাটের পাঁচবিবিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচবিবি দারুল ইসলাহ্ একাডেমির হলরুমে পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে ৬৯’টি ভোট কেন্দ্র পরিচালক উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আবু সুফিয়ান মুক্তার এর সভাপতিত্বে শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
এসময় জেলা আমীর বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য দক্ষ, বিচক্ষণ ও অভিজ্ঞ পরিচালক প্রস্তুত করতে হবে জয়লাভের জন্য। ভোট কেন্দ্র পরিচালকেরা আন্তরিক ভাবে দায়িত্ব পালন করলে আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।
এসময় বিশেষ অতিথিরং বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল বাশার সহ অনেকেই।