খাগড়াছড়িতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি ও মতবিনিময়

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা সদরের কলাবাগান সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খাগড়াছড়ির সভানেত্রী কুহেলী দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শহীদ জিয়া রহমানের হাত ধরেই এই মহিলা দলের জন্ম। তিনি চেয়েছিলেন পুরুষের পাশাপাশি নারীরাও হাতে হাত ধরে এগিয়ে যেতে পারে। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে। মহিলা দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এবং তৃণমূলের নেত্রীদের ঐক্য ও সক্রিয় অংশগ্রহণে ভবিষ্যতে দলটি বিএনপিকে আরও শক্তিশালী করবে।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খাগড়াছড়ির সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার, যুগ্ম সম্পাদক আকলিমা খানম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ (সিমা) সহ জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares