কিশোরগঞ্জে গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা টিএমএসএস এর মাঠকর্মী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গ্রাহকের সাড়ে ৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) এনজিওর মাঠকর্মী জুয়েল মিয়ার বিরুদ্ধে। তার পালিয়ে যাওয়ার খবর শুনে মঙ্গলবার (২৬ আগস্ট) গ্রাহকরা অফিসের এসে ম্যানেজারের কাছে টাকা উদ্ধারের জন্য ধর্ণা দেন ।

টিএমএসএস অফিস সুত্র জানায়, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা ঝাড়পাড়া এলাকার ১০ জন গ্রাহকের কাছ থেকে সাড়ে ৫লাখ টাকা নেয় ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ সমিতি- টিএমএসএস’র মাঠকর্মী জুয়েল মিয়া। ঘটনাটি জানাজানি হলে সে পালিয়ে যায়।

মঙ্গলবার টিএমএসএস অফিসে গিয়ে দেখা যায় ওই এনজিওর গ্রাহক এরশাদ হোসেন, রোজিনা বেগম, সোহাগ হোসেন ম্যানেজারের কাছে টাকা উদ্ধারের জন্য বসে আছে। এরা সবাই তাদের টাকা নিয়ে জুয়েলের পালিয়ে যাওয়ার কথা জানান।

টিএমএসএস এর ম্যানেজার মোশারফ হোসেন ঘটনার বিষয় স্বীকার করে বলেন, গ্রাহকের টাকা নিয়ে লাপাত্তা জুয়েল মিয়ার কাছ থেকে টাকা উদ্ধারের চেষ্টা করছি। তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উর্দ্ধতন কর্তপক্ষের পরামর্শে আমি নিজে বাদী হযে থানায় একটি মামলা করেছি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম মামলার বিষয় সত‌্যতা নিশ্চিত করেছেন।

0Shares