
সৌদি আরবে মাথায় গ্লাস পড়ে মোহাম্মদ ওমর ফারুক (২৬) নামে চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল্যা বলিরপাড়া এলাকার মোহাম্মদ ইউছুফের ছেলে।
ওমরের আত্মীয় মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, সোমবার কাজ করার সময় মাথায় গ্লাস পড়ে গুরুতর আহত হন ওমর। আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বিয়ষটি নিশ্চিত করেছেন ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া বলেন, খবরটি আমি কিছুক্ষণ আগেই পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
0Shares