দিনাজপুরে ছবি বিকৃতি ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

দিনাজপুরে মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতাদের ছবি বিকৃতভাবে ব্যবহার ও মানহানিকর প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম শুভ লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন। এ সময় তার ভাই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজিব এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নয়ন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নুরনবী ইসলাম শুভ বলেন, গত ২০ আগস্ট আওয়ামী লীগ সমর্থক মো. মিজানুর রহমান ও মোজাফফর আলী মিলনের নেতৃত্বে একটি মানববন্ধন হয়। সেখানে তার এবং তার ভাই রিসালাত ইসলাম সজিবের ব্যক্তিগত ছবি বিকৃত করে ব্যানার ও পোস্টারে ব্যবহার করা হয়েছে। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি অভিযোগ করেন, আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে। ব্যক্তিগত ছবি বিকৃত করে ব্যবহার করা সাইবার অপরাধের শামিল এবং এটি আইনত দণ্ডনীয়।

নুরনবী আরও দাবি করেন, মানববন্ধনে যে সম্পত্তি নিয়ে অভিযোগ করা হয়েছে তা তাদের পৈতৃক সম্পত্তি এবং বর্তমানে তার বা তার ভাইয়ের মালিকানায় নেই। বিষয়টি নিয়ে তারা কোনো বিরোধিতায় জড়িত নন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাদের ভাবমূর্তি নষ্ট ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এই কর্মসূচি করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এব‌্যাপারে জানতে অভিযুক্ত মিজানুর রহমান ও মোজাফফর আলীর সাথে যোগাযোগে একাধিকবার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

0Shares