চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রশাসন

নোয়াখালীর চাটখিল উপজেলায় এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী এবং মহিলা বিষয়ক অফিসার কামরুন নাহার এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাসলিমুন নেসা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ এর অধ্যক্ষ মোঃ শওকত ইকবাল ফারুকী, চাটখিল উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, চাটখিল কামিল মাদ্রাসার গভনিং বডির সভাপতি মোহাম্মদ সেলিম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল প্রেসক্লাব এর সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ, মল্লিকা দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামাল হোসেন, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, ব্যাংক এশিয়ার ম্যানেজার মিজানুর রহমান ও ছাত্র প্রতিনিধি রফিকুল ইসলাম রনি।

বক্তাগণ শিক্ষার্থীদের ভবিষ্যতের সফলতা কামনা করে নানা বিষয়ে আলোচনা তুলে ধরেন। এছাড়াও চাটখিল উপজেলায় শিক্ষার গুনগত মান কিভাবে বাড়ানো যাবে সে বিষয়ে নানা রকমের পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের মাঝে অনুভূতি শেয়ার করেন লায়লা সুলতানা ও সাদমান সামিত।

0Shares