
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহাতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (০১ আগস্ট) সকালে ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবির ছদাহা সাংগঠনিক থানা শাখা সভাপতি আহমদুর রহমান নছীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণ সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান।
প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ এর সাবেক সেক্রেটারি লিয়াকত আলী।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার সাহিত্য সম্পাদক ইয়াছিন আরফাত শামীম।
বক্তাগণ বলেন- ভালো ফলাফলের পাশাপাশি একজন শিক্ষার্থীকে নৈতিকভাবে পরিপূর্ণ ও দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠতে হবে। দেশের উন্নয়নে সৎ, দক্ষ ও যোগ্য মানুষের প্রয়োজন। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতীর নেতৃত্ব দেবে। তাদের মেধা ও নৈতিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সংগঠনের বিভিন্ন প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করা হয়।