হামিদ হোসাইন আজাদের মায়ের কবর জিয়ারতে জামায়াত নেতৃবৃন্দ

ইউরোপীয় ইউনিয়নের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদের শ্রদ্ধেয় আম্মার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

রবিবার (২০ জুলাই) বিকাল ৫ টায় আছরের নামাজের পর আয়োজিত দোয়া অনুষ্ঠানে মরহুমার মাগফিরাত কামনায় সংক্ষিপ্ত আলোচনা করেন।

তিনি বলেন, মা আমাদের জীবনের পরম সম্পদ ও মায়ের পদতলে সন্তানের বেহেশত। ব্যারিস্টারের আম্মা বড়ই সৌভাগ্যবান। তিনি সন্তানকে ইসলামের জন্য নিবেদিত দা’ঈ ইলাল্লাহ বানিয়েছেন। এর সদকায়ে যারিয়াহ হিসেবে কিয়ামাত অবধি কবরকে প্রশান্তিময় রাখবেন, ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন মরহুমার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। মরহুমার আপনজনদের শোক সইবার মতো ছবরে জামিলা দান করুন।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর মরহুমার কবরে পাশে গিয়ে ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন।

0Shares