বান্দরবানে জামায়াতের দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এতে জেলার সাতটি উপজেলার নির্বাচনী পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শনিবার (১২ জুলাই) আল ফারুক ইনস্টিটিউটে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আবদুছ ছালাম আজাদ।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামী আন্দোলনের জন‌্য একটি টার্নিং পয়েন্ট। তাই যেকোন ত‌্যাগের বিনিময়ে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। গণ-মানুষের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ‌্যমে সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে।

প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নেন জেলার সাতটি উপজেলার আমীর, সেক্রেটারি ও নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান-৩০০ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি ও নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল আউয়াল, অধ্যাপক গোলাম মোস্তফা তাজ, নির্বাচনী কমিটির সদস্য সচিব অধ্যাপক হামদে হাসান, জেলা প্রচার ও মিডিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি কলমে উল্লাহ, জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

0Shares