খাগড়াছড়িতে আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

” দ্বন্দ্বে কোনো আনন্দ নাই-আপস করো ভাই, লিগাল এইড আছে পাশে-কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা লিগাল এইড কমিটির আয়োজনে বেলুন উড়িয়ে জাতীয় আইন দিবসের উদ্বোধন করে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে ২৮ এপ্রিল থেকে আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি পালনের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে এবং যে কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে সরকারের পক্ষে জাতীয় আইন সহায়তা ডেক্স রয়েছে। যেখানে সবার ন্যায্য বিচারের দাবি রাখার সুযোগ রয়েছে জানান বক্তারা।

এ সময় জেলা লিগ্যাল এইড কমিটি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ খাগড়াছড়ির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল বিচারক আজিজুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নোমান মইন উদ্দীন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি জেলা বার এর সভাপতি এডভোকেট আব্দুল মালেক মিন্টু, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম সহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0Shares