চকরিয়ায় আইন-শৃংখলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোহাম্মদ আতিকুর রহমান।

চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য দেন- চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, চকরিযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. শফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক, চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব মাওলানা কুতুব উদ্দিন হেলালী, খুটাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মোহাম্মদ ছালেকুজ্জমান।

এছাড়াও সভায় চকরিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0Shares