কালীগঞ্জে ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ সালাউদ্দিন গ্রেফতার

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার কুখ্যাত মাদক কারবারি সালাউদ্দিন (৪০) ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে মাদক মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, রবিবার (২০ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতার সালাউদ্দিন কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাদার্ত্তী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

ওসি আলাউদ্দিন বলেন, “সালাউদ্দিনের বিষয়ে আমাদের কাছে আগে থেকেই নির্ভরযোগ্য তথ্য ছিল। তার মাদক কারবার নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সহযোগিতায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি।”

তিনি আরও বলেন, “মাদক কারবারিদের দুটি পথ-হয় ভালো হয়ে সমাজে ফিরে আসা, না হয় এলাকা ছাড়তে হবে। কালীগঞ্জে মাদক কারবার চলবে না।”

থানা সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা, ইসকন হামলা, মাদক, সন্ত্রাস-মারামারি সংক্রান্ত অন্তত ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত। তার গ্রেফতারে স্থানীয়দের মাঝে স্বস্তির খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সালাউদ্দিনের কারণে এলাকার যুবসমাজ মাদকে জড়িয়ে পড়ছিল। তার গ্রেফতারে পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী এ ধরণের আরও মাদকবিরোধী অভিযান চালানোর দাবি জানিয়েছে।

0Shares