খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবকে ঘিরে সাংস্কৃতিক ডিসপ্লে

খাগড়াছড়িতে নতুন বছরকে বরণে মারমাদের সামাজিক উৎসব সাংগ্রাই এ সাংস্কৃতিক ডিসপ্লে। বর্ণাঢ্য আয়োজনে ডিসপ্লে আর কনসার্ট এর ছন্দে ছন্দে নৃত্যে আর গানে মাতোয়ারা মারমা তরুণ-তরুণী। সাংগ্রাই দেখতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সামিল হয়েছে বিভিন্ন বয়সী মানুষ। পরিণত হয়েছে মিলন মেলায়।

পাহাড়ের মারমা সম্প্রদায়ের নতুন বছরকে বরণে ‘সাংগ্রাই’ অর্থাৎ ‘জলখেলী’ উৎসব উপলক্ষ্যে সকালে পাহাড়ি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক আর বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নেয় অনেকে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে সাংগ্রাই উৎসবে ২০৩ পদাতিক খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  শরীফ মোঃ আমান হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সাংগ্রাই’ অর্থাৎ ‘জলখেলী’ উৎসবের উদ্বোধন করেন।

এসময় তিনি নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসুক এবং সবার জন্য শুভ প্রত্যাশা কামনা করেন।

খাগড়াছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ সভাপতি মংপ্রু চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।

0Shares