দৌলতপুরে ছাগলে গম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়ায় ছাগলে গম খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ চার জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।

রবিবার (০৬ এপ্রিল) বিকেল ৩টার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন রেখছোনা খাতুন (৫০), কহবত মন্ডল (৬০), শারুখ খান (২৪) ও হাবু মন্ডল (৫০)।

এলাকাবাসী জানিয়েছে, রবিবার বিকেল ৩টার দিকে একই গ্রামের দিনু মিস্ত্রী, তার বউ শরিফা খাতুন ও ছেলে দিপুসহ তার বংশের লোকজন ছাগল দিয়ে গম খাইয়ে দেই, এতে বাধা দিলে সংঘর্ষ হয়। এতে আহত হয় ৪ জন।

আহত রেখছোনা খাতুন জানান, আমি বাড়ির উঠানে গম শুকাতে দিয়েছিলাম, একসময় দিনু মিস্ত্রির ছাগল এসে আমার গম খায়। এক পর্যায়ে আমি ছাগল বেঁধে রাখি। ছাগল বেঁধে রাখার দুই ঘণ্টা পর দিনুর বউ এবং দিনুর ভাইয়ের বউ ও তার মেয়ে আসে ছাগল নিতে, তখন আমি তাদের বলি তোমাদের একজন পুরুষ মানুষ নিয়ে আসো তার পর তোমাদের ছাগল দেব। কিন্তু তারা আমার ওপর হামলা করে বাড়ি ভেঙে ছাগল বের করে নিয়ে যায়, এক পর্যায়ে আমার স্বামী ও ছেলে জিজ্ঞেস করতে গেলে তারা পরিকল্পিতভাবে আমার স্বামী ও ছেলের ওপর হামলা করে। সেখানে আমার কানের স্বর্ণের দুল হারিয়ে যায় এবং কান কেটে দেই তারা। দিনু ও দিপু রামদা দিয়ে আমার স্বামীকে কোপ দেয়, সেখানে আমি হাত দিয়ে ঠেকাতে গেলে আমার হাতে আঘাত পাই। আমি এর বিচার চাই।

এব‌্যাপারে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগের জন‌্য বারবার চেষ্টা করেও সম্ভব হয় নি।

দৌলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব‌্যাপারে অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

0Shares