
চট্টগ্রামের চন্দনাইশে ভাগনীকে (খালাতো বোনের মেয়ে) ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে (৩০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কক্সবাজারের রামু থানার রশিদনগরের কাদমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, খালাতো বোনের মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত নাজিম উদ্দীনকে কক্সবাজারের রামু থেকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৮ এপ্রিল) দিবাগত রাতে চন্দনাইশে কলেজছাত্রী ভাগনীকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে নাজিম উদ্দীন। ঘটনাটি দেখে ফেলায় পরে ওই যুবক তার খালা ফরিদা বেগম (৬০) ও খালু আবদুল হাকিমকে (৭৫) ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
ঘাতক নাজিম পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।