
ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলী আগ্রাসানের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যেগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭এপ্রিল) বিকাল ৫টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মডেল মসজিদ থেকে শুরু হয়ে কেরানিহাটের উত্তর মাথা প্রদক্ষিণ করে বান্দরবন রাস্তার মাথায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক বলেন, নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের উপর হামলা করেছে। তিনি যেভাবে গণহত্যা চালিয়েছে, তাকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লংঘনের জন্য দ্রুত গ্রেফতার করতে আন্তজাতিক অপরাধ আদালতকে আহবান জানাচ্ছি। ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে আনোয়ারুল আলম চৌধুরী বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে মানবতার দুশমন ইসরাইলি বাহিনীর পাশবিক হামলায় গাজায় ৫০ হাজারেরও অধিক লোক নিহত এবং আহত হয়েছেন অন্তত লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি। নিহত এবং আহতদের অধিকাংশই নারী ও শিশু। গত ১৮মার্চের হামলাটি ছিল যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় হামলা। জালিম ইসরাইলি বাহিনীর একদিনের এই বর্বর হামলায় নারী-শিশুসহ চার শতাধিক লোক নিহত হয়েছেন। এহামলার মাধ্যমে ইসরাইল নিজেদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার বিশ্ববাসীকে জানান দিলো।
সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্টেন্ট সেক্রেটারি এডভোকেট আবু নাছের।
উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার নায়েবে আমীর অধ্যাপক নুরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তাফা, অফিস সম্পাদক নুরুল হক, কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল জলিল ও এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি আবুল কালাম আযাদ, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, কেরানিহাট শহর শাখা সেক্রেটারি আব্দুল মালেক, কেওঁচিয়া ইউনিয়ন আমীর মাস্টার নুরুল হোসাইন, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফ উল্লাহ মোহাম্মদ আরমান ও জামায়াত নেতা শাহাদত হোসেন প্রমুখ।