ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দৌলতপুর জামায়াতের বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জামায়াতে ইসলামীর দৌলতপুর শাখা, বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী,  ছাত্র-জনতা, ইমাম, উলামা ও সর্বস্তরের তাওহীদি মুসলিম জনতা, বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন, স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।

এদিন দুপুর ৩ টার দিকে দৌলতপুর জামায়াতে ইসলামীর আয়োজনে দৌলতপুর থানাবাজার থেকে উপজেলা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা মডেল মসজিদের সামনে সমাবেশ করেন।

এসময় দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধক্ষ্য মাওলানা মোঃ বেলাল উদ্দিন গাজায় বসবাসরত মুসলমানদের উদ্দেশ্যে বলেন, তোমরা হেরে যাবেনা, তোমাদেরকে হারতে দেওয়া হবে না, তোমরা হেরে গেলে সারা বিশ্বের মুসলমান হেরে যাবে। গোটা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তোমাদের সঙ্গে আছে ইনশাল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান তিনি।

অন্যদিকে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আছরের নামাজ শেষে উপজেলার আল্লার দর্গা বাজারে ইমাম, উলামা ও সর্বস্তরের তাওহীদি জনতা বিক্ষোভ মিছিল শেষে বাজারে সমাবেশ করে বক্তব্য রাখেন।

0Shares