পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদবাজারে : স্বামীর কাছে ধরা, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে গিয়ে স্বামীর কাছে ধরা পড়েন গৃহবধূ মনিরা খাতুন। এনিয়ে বকাবকিতে আত্মহত্যা করেন গৃহবধূ। আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক শাহ আলমও (২২)।

শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আশাশুনির উত্তর চাপড়া গ্রামের আল-আমিনের স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক। বিষয়টি আল-আমিনকে তার মা জানালেও তাতে আল-আমিন কর্ণপাত করতেননা। শুক্রবার সন্ধ্যায় মনিরা তার প্রেমিক শাহ আলমের সঙ্গে বুধহাটা বাজারে ঈদের কেনাকাটা করতে যায়। রাতে বাড়িতে ফেরার পর স্বামী ও শাশুড়ি এ বিষয়ে জানতে চাইলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রাতে সবাই ঘুমিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনিরা খাতুন।

এদিকে, প্রেমিক শাহ আলম এ খবর শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টাকালে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

গৃহবধূ মনিরার স্বামী আল-আমিন জানান, আমার স্ত্রী তার প্রেমিক শাহ আলমের সঙ্গে বুধহাটা থেকে কাপড়-চোপড় কিনে বাড়ি ফেরে। এ সময় শাহ আলমের সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার বিষয়টি জিজ্ঞাসা করাকে কেন্দ্র করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0Shares