
জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ গণহত্যা, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অপূরণীয় ক্ষতি করেছে। জুলাই বিপ্লবে শত শত ছাত্র-জনতা তাদের প্রাণের বিনিময়ে এই ঘুণে ধরা রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমিকে সঠিক পথে পরিচালনার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করার এখনই সুবর্ণ সুযোগ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান, আগামীতে যাতে আর কোনো ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে, সেজন্য যুগান্তকারী পদক্ষেপ নিন। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য সংস্কার জরুরি, এজন্য দেশের মানুষ মুখিয়ে আছে।
শনিবার (২৯ মার্চ) বিকালে সাতকানিয়া-লোহাগাড়ার বিশিষ্টজন ও এলাকাবাসীর সম্মানে তার পৈত্রিক নিবাসে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির প্রফেসর ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন ও লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহীম চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রশিবির সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান, সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুস সোবহান সহ বিভিন্ন ইউনিয়ন ও শাখা দায়িত্বশীলগণ।
ইফতার ও দোয়া মাহফিলে সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।