তোফাজ্জল হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া তোফাজ্জল হোসেন হত্যা মামলা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শনিবার (২৯ মার্চ) ভালুকার সিডস্টোর বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ও যুবদল কর্মী মোহাম্মদ শরিফ।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত বছরের ৪ আগস্ট ভালুকার হবিরবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার এক শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ হামলায় তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তবে, নিহতের পরিবার হতদরিদ্র হওয়ায় ও ভয়ে মামলা করতে পারেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি নিজেই ভালুকা মডেল থানায় এবিষয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং ৩৬/২০২৫)।

মোহাম্মদ শরিফ অভিযোগ করেন, ২৭ মার্চ ঢাকায় এক সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতা হাজী রফিকুল ইসলামের ভাগিনা ও যুবলীগ নেতা আবু সাঈদ সরকার এ মামলা নিয়ে বিএনপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। মিথ্যা প্রচারণায় বিএনপির ভালুকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোরশেদ আলম ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলামের নামও জড়ানো হয়েছে। প্রকৃত পক্ষে এসবের সাথে বিএনপির কোন নেতা জড়িত নয়। মূলত, রাজনৈতিক নেতাদের হেয় এবং প্রকৃত দোষীদের আড়াল করতেই এ অপপ্রচার চালানো হচ্ছে।

মিথ্যাচারের বিরুদ্ধে সমস্ত সাক্ষ‌্য-প্রমাণ তার কাছে আছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0Shares