
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারী কলেজ শাখার সাবেক সভাপতি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত শহীদ জাহাঙ্গীর আলম সবুজের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৬মার্চ) বিকেলে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর গ্রামে শহীদের নিজ বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাহিত্য সম্পাদক ইয়াসিন আরফাত শামীম, ছদাহা সাংগঠনিক থানা শাখা সভাপতি আহমদুর রহমান নসীম, কেরানীহাট শাখা সভাপতি হাবিবুল্লাহ ফয়সাল এবং স্থানীয় ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
এ সময় শহীদের সম্মানিত পিতা সিরাজুল ইসলাম শিবির দায়িত্বশীলদের সাথে আলাপচারিতায় আদরের সন্তান শহীদ জাহাঙ্গীরের আবেগঘণ স্মৃতিচারণ করেন।
প্রসঙ্গত, ২০০০ সালের ৬ এপ্রিল মুজিববাদী সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসীরা সাতকানিয়া সরকারী কলেজের শিবিরের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় অন্তত ৩০/৪০ জন শিক্ষার্থী কমবেশি আহত হন। আহতদের মধ্যে কলেজের শিবির সভাপতি জাহাঙ্গীর আলম সবুজও ছিলেন। আহতাবস্থায় তিনি অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেন। রক্ত পিপাসু হায়েনার দল জাহাঙ্গীর আলম সবুজকে অধ্যক্ষের কক্ষ থেকে তুলে পার্শবর্তী আলিয়া মাদরাসা মাঠে নিয়ে গিয়ে পুনরায় নির্যাতনে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর আলম সবুজ।
সৌজন্য সাক্ষাৎকালে ছাত্রশিবির নেতৃবৃন্দ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন।