অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রামের ১৫নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজের সভাপতিত্বে এবং মো. ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, বরং মুক্তিযুদ্ধের সূচনা থেকেই সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করেছেন।

তিনি বলেন, গত ১৬বছর ধরে আওয়ামীলীগ ইতিহাস বিকৃতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খলনায়ক বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রকৃত ইতিহাস রচনা করবে ইতিহাসবিদরা, রাজনীতিবিদরা নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল নতুন একটি স্বাধীন দেশ গঠনের জন্য, আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য। ইতিহাসের এই পার্থক্য আমাদের মনে রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক কাউন্সিলর আবুল হাশেম, সাবেক মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, শাহ আলম, শাকিল আহমেদ, শফিকুর রহমান শফি, রফিকুল ইসলাম সরদার, রাসেল পারভেজ সুজন, আবদুল সাত্তর, নাছির উদ্দিন, ইলিয়াস, রিপন, আবুল হোসেন।

0Shares