বাঘায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে বিএনপি’র হামলার অভিযোগ

রাজশাহীর বাঘায় টিসিবি, ভিজিডি কার্ড-বাণিজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর মানববন্ধনে বিএনপির নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় নিজেদের ৪-৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের নেতারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাউসা ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী টিসিবি, ভিজিডি কার্ড-বাণিজ্য, তথ্যসেবা কেন্দ্রের চাঁদাবাজিসহ নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে।

মানববন্ধনে উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউনুস আলী, ইউনিয়ন সভাপতি মাওলানা মজিবর রহমান, সেক্রেটারি সামশুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মইিদুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান শিল্পী, ছাত্রশিবিরের উত্তর সাথী শাখার সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ মানববন্ধনকে ‘ষড়যন্ত্র’ দাবী করে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তাদের সমর্থিত লোকজন নিয়ে উসকানিমূলক স্লোগান দেন। পরে জামায়াতের নেতা-কর্মীরা চলে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীরা পিছন থেকে তাদের উপর হামলা করে।

এতে আব্দুর রহমান (২২), সৌরভ আলী (২০), আবু তাহের (৩৩) হোসেন (৩৪) আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মজিবর রহমান বলেন, ৫ আগস্টের পর ইউনিয়নে টিসিবি, ভিজিডি কার্ড ও তথ্যসেবা কেন্দ্রে সুবিধার নামে চাঁদাবাজি করা হচ্ছে। এর বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নেতা-কর্মী নিয়ে উসকানিমূলক স্লোগান দেন। গোলযোগ এড়াতে মানববন্ধন সংক্ষেপ করে নেতা-কর্মীদের চলে যেতে বলি। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পেছন থেকে স্লোগান দিতে দিতে জামায়াতের নেতা-কর্মীদের হাতে থাকা ফেস্টুন-ব্যানার কেড়ে নিয়ে মারধর করেন।

অপর দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, সরকারি সুবিধার বিষয়াদি নিয়ে জামায়াতের সঙ্গে আলাপ-আলোচনা করে কাজ করা হচ্ছে। এর পরেও তারা মানববন্ধনের আয়োজন করে। তাদের মানববন্ধন করতে নিষেধ করলেও শোনেনি। এ নিয়ে জনগণ মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

0Shares