ভালুকা মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা মডেল প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণমাধ্যমের শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সারা বেলা ফুড গার্ডেনে ভালুকা প্রেসক্লাব সভাপতি সোহাগ রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নাজমুল আলম বাদলের সঞ্চালনায় সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবদলের সহ-সম্পাদক ও ভালুকা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান মিল্টন, ভান্ডাব পাক দরবার শরীফের পীর শাহসূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী), সাবেক ছাত্রদল নেতা মোঃ সজিব।

বক্তব্য রাখেন, স্বাধীনমতের ভালুকা প্রতিনিধি মোঃ আলাউদ্দিন, অনুসন্ধান প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মোঃ বাহার মিয়া, নতুন বাজারের বার্তা সম্পাদক আবু ইউসুফ, আজকের খবরের ভালুকা প্রতিনিধি মোঃ আকাশ আহমেদ, মানুষের কল্যাণে প্রতিদিনের ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ সোহাগ, গণমাধ্যম কর্মী মোঃ হাফিজ, মোঃ রাতুল, আবদুল্লাহ আল হাদী, মোঃ শিপন, জিএম প্রমুখ।

0Shares