দিনাজপুরে শাপলা চত্বরে কর্মসূচি ঘিরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে একই সময়ে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা দেখা গেছে। দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাংচুরের ঘটনাও ঘটেছে।

রবিবার (১৬ মার্চ) দুপুর পর্যন্ত অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দোকানপাটে ক্রয়-বিক্রয় শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ভোর থেকে মানববন্ধনের জন্য জড়ো হতে থাকেন কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী নেতা-কর্মীরা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এই গ্রুপের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এ সময় কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ ও মহসীন আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কর্নেল গ্রুপের কর্মসূচি শেষের দিকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা বিক্ষোভ মিছিলের জন্য পাকেরহাট জাকির মার্কেট এলাকায় জড়ো হতে শুরু করলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় মিয়া গ্রুপের অনুসারী সাব্বির হোসেন নামের ছাত্রদলের এক কর্মী আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের মিছিলে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করে। তবে দুই পক্ষ পৃথক সময়ে তাদের কর্মসূচি শেষ করে দুপুরের মধ্যে স্থানত্যাগ করায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আয়োজিত ইফতার মাহফিলে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ডাকা হয়েছে।

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন বলেন, আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে এই আসনে বিএনপিকে বিভক্তকরণের ষড়যন্ত্র ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ কর্মসূচি।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপির দুই পক্ষকে পৃথক সময়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনে আহ্বান জানানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0Shares