চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) ঢাকার বসন্ধুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম পুলিশের এডিসি মো. জাহাঙ্গির  বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের মো. জামালের ছেলে সাজ্জাদ হোসেন সম্প্রতি ফেইসবুক লাইভে এসে প্রকাশ্যে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে পেটানোর হুমকি দেওয়ার দুই দিনের মাথায় তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়।

নিজের ফেইসবুক আইডি থেকে সাড়ে ১৯ মিনিটের লাইভে আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, বায়েজিদ থানার ওসি আরিফ হোসেন ‘বাড়াবাড়ি’ করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে ‘কালার’ করা হচ্ছে। বাধ্য হয়ে তিনি ফেইসবুক লাইভে এসেছেন, যাতে পুলিশের ঊর্ধ্বতনরাও তার কথাগুলো শুনতে পান।

ওসি আরিফকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন, তিনি যদি পুলিশ না হতেন, তাহলে ‘রাস্তায় ন্যাংটো করে পেটাতেন’। আদালতকে ‘সম্মান করেন’ বলে সাজ্জাদ কিছু করছেন না।

হুমকির ঘটনায় ওসি আরিফ হোসেন থানায় সাধারণ ডায়েরি করেছেন।

0Shares