চবি’র সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষার্থীদের ইফতার মাহফিল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস’ এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (চুসালস)-এর ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এলজিইডি ভবনের একটি মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষার্থীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

চুসালস সভাপতি আব্দুল জব্বার শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ শুহাইব।

বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিদোয়ান পারভেজ, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান সাদি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের এডিশনাল ডিরেক্টর ও চুসালস-এর প্রাক্তন সভাপতি মাহফুজুর রহমান এবং এডভোকেট সাদ্দাম হোসেন আজাদ।

সাধারণ সম্পাদক আবু সাঈদ জিসান ও দপ্তর সম্পাদক মাঈন উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ার আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ।

এতে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, দক্ষিণ জেলার আহ্বায়ক জোবায়ের হোসেন এবং জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিজাউর রহমান উপস্থিত ছিলেন।

আয়োজনে চবিতে অধ্যয়নরত প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থী ও উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। সবশেষে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ ইবরাহীমের মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

0Shares