
মেহেরপুরের গাংনীতে বিবাহিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ২৮ ফেব্রুয়ারি বাবার বাড়িতে বেড়াতে আসেন ভুক্তভোগী। ওই দিন রাতে ভুক্তভোগীকে ধর্ষণ করে অভিযুক্ত। বাবার এ ধরনের কাজে জ্ঞানশূন্য হয়ে প্রায় এক সপ্তাহ নিজেকে ঘরবন্দি করে রাখেন ভুক্তভোগী। পরে তার মাকে বিস্তারিত বলেন।
ভুক্তভোগী তার মাকে জানান, এর আগেও অভিযুক্ত তার শরীরে হাত দিত কিন্তু লজ্জায় বলতে পারেনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বাবাকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
0Shares