
পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরীর চাক্তাই এলাকায় পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১১ মার্চ) কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন. মোহাম্মদ রিমন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান সোনামানিক এর সঞ্চালনায় ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-জাতিসত্বা বিষয়ক সম্পাদক ইমরান সিদ্দিকী জ্যাকশন, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিজান হোসাইন, সাবেক ছাত্রনেতা মহসিন কবির আপেল, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, আইনুল ইসলাম জুয়েল সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিগত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল। দেশে যখনই কোনো মহামারি, দুর্যোগ, বন্যা ও করোনাকালীন কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। সুখে দুখে জনগণের পাশে দাঁড়াতে হবে। পবিত্র মাহে রমজানে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির দায়িত্ব।