সাতকানিয়ায় বাজার মনিটরিং অভিযান : জরিমানা আদায়

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গোলাঘাট বাজার এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ৩ টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনায় সহায়তা করে সাতকানিয়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

অভিযান পরিচালনাকালে ৫টি মুদি দোকানকে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫জনকে ৫টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে।

0Shares